খুশির ঈদ

হাফিজুর রহমান | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ঈদ মানে আনন্দ হাসির
ঘরে-ঘরে খুশির বান;
তৃপ্তির বেশি সাজগোজে
নতুনের থাকে টান।

ঈদগাহ্‌ মাঠে এক-সাথে
পড়তে হবে নামাজ;
সেই খুশিতে এমন দিনে
কেউ করে না কাজ।

খোকা-খুকিদের ছুটাছুটি
দল বেঁধে করে হৈচৈ;
সবার ঘরে মাংস পোলাও
খাবার পরে মিষ্টি দই।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের অভিমান
পরবর্তী নিবন্ধঈদে বাজুক মানবতার গান