খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে মনজুর আলমের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ মনজুর আলম বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করার প্রস্তাব তুলে ধরে বলেন, শিক্ষা, উচ্চ শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষাই জাতিকে সামনে এগোতে সহায়তা করবে। সরকার জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর, শিক্ষাকে উৎসাহিত করলে সহজেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। তিনি এ বিষয়ে শিক্ষকঅভিভাবকদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন।

গতকাল বুধবার সকালে খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়কালে সাবেক মেয়র এসব কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে, মেধা ও মননে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে শিক্ষক অভিভাবকদের মধ্যে অংশ নেন সিনিয়র শিক্ষক এসএম আক্কাছ উদ্দিন, মো. সফিকুল ইসলাম, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আবছার মিয়া, বাবুল মিয়া, নুরুল হুদা মনজু মিয়া, সামসুল আলম, টিপু মিয়া, ইলিয়াছ মিয়া যিশু প্রমুখ। পরে এম. মনজুর আলম শিক্ষক ও ছাত্রদের মাঝে আম বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে