পরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে

পরিবেশ দিবসের সভায় বিভাগীয় কমিশনার

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান বলেছেন, আমাদের বাঁচতে হলে পরিবেশকে বাঁচাতে হবে। মাটি, পানি ও বায়ু দূষণমুক্ত রাখতে হবে। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পাহাড় কাটা, নদী ভরাট ও খালবিল দখল করা যাবে না। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক বিপ্লবে রূপ দিতে হবে। লেখালেখি ও সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। সর্বোপরি পরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

গত মঙ্গলবার রাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান তিনি। সমাজকর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুষ্টিবিদ এম. . সবুর। ‘পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগ ও নাগরিক সচেতনতা’ শীর্ষক আলোচনা করেন চবি অধ্যাপক ও নিষ্ঠা ফাউন্ডেশন সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, সাংবাদিক সেলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক স. . জিয়াউর রহমান। আলোচনা শেষে কোভিড১৯ এ স্বেচ্ছাসেবার জন্য নিষ্ঠা ফাউন্ডেশনসহ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে মনজুর আলমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচুয়েটে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা