দেশ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে

জাগৃতির অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠনের তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজ এবং সামাজিক সংগঠনের দায়িত্ব অনেক। সমাজ গঠন ও মাদকমুক্ত দেশ গঠন করতে জাগৃতির মত সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। পাড়ায় মহল্লায় স্কুল কলেজ থেকে খেলাধূলা চলে গেছে বিধায় যুব ও ছাত্রসমাজ বিপথগামী ও মাদকাসক্ত হয়ে পড়ছে। এইসব বন্ধ করতে জাগৃতির সদস্যদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, সরকার যুবকদের উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছে। সরকারের হাত শক্তিশালী করতে জাগৃতির সদস্যদের এগিয়ে আসতে হবে। তিনি গত রোববার হাটহাজারী জাগৃতি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জাগৃতির সভাপতি ইফতেখার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসার আবুল কালাম বাছিক ও হাদী মোহাম্মদ জমির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, জাগৃতির সাবেক সভাপতি সোহরাওয়ার্দী চৌধুরী, অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধখান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে মনজুর আলমের মতবিনিময়