সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে

চট্টগ্রামে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বাজছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকারের মন্ত্রীরা আবোল তাবোল বকছে। এই সরকারের পতনে জীবন দিতে হলে প্রয়োজনে তাই করব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। স্বৈরাচার পতনের এক দফাএক দাবিতে ইতোমধ্যে বিরোধী দলসমূহের আন্দোলন শুরু হয়ে গেছে।

আগামী ১৪ জুন কেন্দ্র ঘোষিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার নগরীর পাহাড়তলী বাজার এলাকায় প্রচারপত্র বিলি উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি বলেন, হাসিনা সরকারের সফলতা বলতে কিছু নেই। গণতন্ত্রকে হত্যা আর মানবাধিকার হরণই তাদের বড় সাফল্য। উন্নয়নের নামে তারা দেশে একটা লুটপাটতন্ত্র কায়েম করেছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্ব হলো অচেতন মনের খাঁচা
পরবর্তী নিবন্ধদেশ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে