খাগড়াছড়িতে এক হাসপাতালসহ তিন প্রতিষ্ঠান সিলগালা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

 

 

খাগড়াছড়িতে একটি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার দুপুরে অভিযানে খাগড়াছড়ি চুক্ষ হাসপাতাল, ফেয়ার হেলথ ডায়াগনস্টিক সেন্টার ও কেএসটিসি ল্যাব বন্ধ করে দেয়া হয়। তবে এ সময় কাউকে জরিমানা করা হয়নি।

অভিযান শেষে খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ছাবের সাংবাদিকদের বলেন, ১০টি হাসপাতাল পরিদর্শন করেছি। এরমধ্যে খাগড়াছড়ি চুক্ষ হাসপাতাল স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদনের কোনো কাগজ দেখাতে না পারায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এছাড়া লাইন্সেস ছাড়া কার্যক্রম পরিচালনা করায় কেএসটিসি হাসপাতালের ল্যাব ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক ল্যাব সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে বাকলিয়া এক্সেস রোড
পরবর্তী নিবন্ধউখিয়ায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ