উখিয়ায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

উখিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

 

 

উখিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি হাসপাতাল ও একটি ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো বেআইনিভাবে চিকিৎসা বাণিজ্য করে আসছিল। গতকাল রোববার দুপুরে উখিয়ার পালংখালী, বালুখালী ও কোটবাজারে একাধিক ল্যাবটরি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ডেন্টাল ক্লিনিকে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া বলেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পালংখালী বাজারে তাজমান হাসপাতাল, বালুখালী এলাকার বি কে ডেন্টাল কেয়ার ও কোটবাজারের ওরিয়ন হাসপাতালে অভিযান চালায়।

তিনি বলেন, অভিযান চলাকালীন সময়ে পালংখালী বাজার সংলগ্ন তাজমান হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনের কোনো কাগজপত্র ও প্রমাণাদি দেখাতে না পারায় অর্থদণ্ড ও হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। বি কে ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে ক্লিনিক বন্ধ করে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ সময় মোবাইল কোর্ট কাউকে না পাওয়ায় সেটি সীলগালা করে বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। একইভাবে রত্নাপালংয়ের কোটবাজারে ওরিয়ন হাসপাতাল কর্তৃপক্ষও মোবাইল কোর্টের খবর পেয়ে তালাবদ্ধ করে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ সময় আদালত হাসপাতালটি তালাবদ্ধ ও সীলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে এক হাসপাতালসহ তিন প্রতিষ্ঠান সিলগালা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে এক ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা