কোনো সাক্ষী ফেরৎ দেয়া যাবে না : জেলা জজ

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইন কর্মকর্তাদের সঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতাধীন ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তাদের যৌথ সভা গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ সিজেএম কামরুন নাহার রুমির সভাপতিত্বে সিজেএম মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা, বক্তব্য রাখেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন। জেলা জজ আজিজ আহমেদ ভূঁঞা বলেন, ‘বিচারক ও সরকারি কৌঁসুলিরা জনগণ ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। কোনো সাক্ষী ফেরৎ দেয়া যাবে না। সবার দায়িত্ব সম্পর্কে মনিটরিং চলছে।’
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলার দ্রুত নিষ্পত্তিতে এবং ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থী জনগোষ্ঠীর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সর্বোচ্চ শ্রম মেধা ও সততা দিয়ে কাজ করতে হবে।’ সভায় গত তিন মাসে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আওতাধীন বিচারক এবং সরকারি কৌঁসুলিদের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যারা উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বার ও বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধস্মার্ট নাগরিক হলে প্রতিবন্ধীরাও সম্পদে রূপান্তরিত হবে