কৃত্রিম পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে রোমান

সহায়তার আশ্বাস দিল চট্টগ্রাম জেলা পরিষদ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

সোনাইছড়ি জোরামতল ২ নং ওয়ার্ডের বাসিন্দা দুরারোগ্য রোগে আক্রান্ত রোমানের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। ভিটামাটি বিক্রি করে সর্বস্বান্ত হয়েছে আরো আগে, এখন থাকছেন ভাড়া ঘরে। এর আগে অনেকের সহায়তায় ঢাকায় গিয়ে পা সার্জারি করে বিচ্ছিন্ন করে এসেছেন ক’দিন আগে। এখন দরকার কৃত্রিম পা। মানবিক দিক বিবেচনা করে গত রবিবার চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ অসুস্থ রোমানের সোনাইছড়িস্থ বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তাঁর হাতে তুলে দেন এবং কৃত্রিম পা প্রতিস্থাপনেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরিবারের সদস্যরা জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের সাথে ছিলেন সোনাইছড়ি ইউপি সদস্য ফোরকান আহামদ, মাহাবুবুল আলম, মেহেদী হাসান রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাতে লাল কার্ড নিয়ে ধর্ষণ বিরোধী শপথ
পরবর্তী নিবন্ধঈদগাঁও বাজার কমিটির সাইনবোর্ডের এ কেমন দশা!