ঈদগাঁও বাজার কমিটির সাইনবোর্ডের এ কেমন দশা!

ঈদগাঁও প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক টাঙানো সাইন বোর্ডটি কোন কাজেই আসছে না। হাস্যকর বিজ্ঞপ্তির মতো বিদঘুটে অবস্থায় পরিণত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু টাকা খরচ করে বাজার কমিটি এ সাইন বোর্ডটি টাঙানোর পর হিতে বিপরীত হয়েছে। কেউ কোন গুরুত্ব দিচ্ছে না। বিজ্ঞপ্তিকে তুচ্ছ করছে নাকি বাজার কমিটিকে পাত্তা দিচ্ছে না তা প্রশ্নবিদ্ধ। এমনকি যারা সাইন বোর্ডটি দিয়েছেন তাদেরও কোন মনিটরিং নেই। কারা যত্রতত্র এসব আবর্জনা ফেলছে এবং বাজার কমিটির মহৎ এ কাজটিকে অবজ্ঞা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করেন প্রত্যক্ষদর্শীরা। এখানে রয়েছে পাবলিক লাইব্রেরি ও সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির। ছবিটি বাজারস্থ পশ্চিম গলির উত্তর সওদাগর পাড়া সড়ক হতে ধারণকৃত।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে রোমান
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৬০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার