কাল ইকুয়েডরের সামনে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হয়েছে আজ থেকে। আগামীকাল সকালে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২০১৫ এবং ২০১৬ সালের রানার্স আপ আর্জেন্টিনা এবং ইকুয়েডর। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি। দেখা যাবে সনি টেন চ্যানেলে। এবারের কোপা আমেরিকা কাপের গ্রুপ পর্ব থেকে সেরা হয়েই জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। চার ম্যাচে তাদের পয়েন্ট দশ। একটি ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা। সেটা চিলির সাথে। অপরদিকে মাত্র তিন পয়েন্ট নিয়ে অপর গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। তিনটি ম্যাচেই ড্র করেছে ইকুয়েডর। একটি ম্যাচে হেরেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডর রুখে দিয়েছিল ব্রাজিলকে। যদিও সে ম্যাচে ব্রাজিল তাদের মূল একাদশের দশ জনকে বাইরে রেখেছিল। তবে শেষ ম্যাচের সে প্রেরণা আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে নক আউট ম্যাচে কাজে লাগাতে চায় ইকুয়েডর। যদিও আর্জেন্টিনার বিপক্ষে রেকর্ড মোটেও ভাল নয় ইকুয়েডরের। দু দলের সবশেষ দেখায় ইকুয়েডর হেরেছিল গত বছরের অক্টোবরে ১-০ গোলে। দু দলের মোট ৩৬ দেখায় আর্জেন্টিনার জয় যেখানে ২১টি সেখানে ইকুয়েডরের জয় মাত্র ৫টি। ১০টি ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকা কাপের এবারের আসরে টপ ফেবারিট আর্জেন্টিনা। লিনেওল মেসি রয়েছেন দারুণ ফর্মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেছিলেন মেসি। তাই কালকের ম্যাচে ইকুয়েডর বাধা সহজে টপকাতে চায় আর্জেন্টিনা। পুরো শক্তির দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা তাতে কোন সন্দেহ নেই। কারণ ম্যাচটাযে নক আউট।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় সারির দল পাঠানোয় ভারতের সমালোচনায় রানাতুঙ্গা
পরবর্তী নিবন্ধহেরাথের সঙ্গে রাজ্জাকও আছেন স্পিনারদের জন্য