কালারপোল ক্রীড়া সংস্থার শুভ সূচনা

শোভনীয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৩৬ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ২-০ গোলে সন্দ্বীপ ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করে। নক-আউট পদ্ধতির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে পৌছে গেলো কালারপোল ক্রড়িা সংস্থা । অন্যদিকে এক শ্যাচ খেলেই বিদায় নিলো সন্দ্বীপ ফুটবল একাডেমি। ম্যাচের ২৩ মিনিটে হাসান গোল করে কালারপোলকে এগিয়ে দেন। শাহীন দলের হয়ে দ্বিতীয় গোলটি করলে তাদের জয় নিশ্চিত হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হাসান। টুর্নামেন্টে আজ কোন খেলা নেই। আগামীকাল একই ভেন্যুতে বিকাল ৩.৩০টায় মুখোমুখি হবে হাটহাজরী মাদার্শা একাদশ ও পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব।
গতকাল খেলা শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শোভনীয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম সভাপতিত্বে এবং মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুনিয়র চেম্বার অব অ্যান্ড কর্মাসের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম লেদু, স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশনের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান। সিজেকেএস কাউন্সিল তিরিম বরণ চৌধুরী, দিদারুল আলম, মো. এনামুল হক, এম এ মুছা বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব দাবা সংস্থার এশিয়া জোনের পুনরায় সভাপতি হলেন শামীম
পরবর্তী নিবন্ধসবার আগে ৮ হাজার রানে তামিম ইকবাল