কাপ্তাইয়ে বিলুপ্তপ্রায় লক্ষীপেঁচা উদ্ধার, গভীর বনে অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলা থেকে বিলুপ্তপ্রায় একটি লক্ষীপেঁচা উদ্ধার করা হয়েছে। লক্ষীপেঁচাটি একটি বাড়িতে আশ্রয় নিলে ঘরের মালিক লক্ষীপেঁচাটিকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে বন বিভাগ লক্ষীপেঁচাটি উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করে।

জানা গেছে, একটি লক্ষীপেঁচা আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লিচুবাগানে অবস্থিত একটি বাড়িতে হঠাৎ এসে আশ্রয় নেয়। তখন ঘরের মালিক লক্ষীপেঁচাটিকে কৌশলে ধরে রাখেন। পরে দৈনিক আজাদীর কাপ্তাই প্রতিনিধিকে লক্ষীপেঁচা ধরার খবরটি জানানো হলে তিনি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জার তানজিলুর রহমান কাপ্তাইয়ে অবস্থিত বন কর্মীদের নিয়ে ঐ বাড়িতে গিয়ে লক্ষীপেঁচাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে লক্ষীপেঁচাটিকে কাপ্তাইস্থ রাম পাহাড় বিট এলাকায় অবমুক্ত করা হলে লক্ষীপেঁচাটি গভীর জঙ্গলে উড়ে যায়।

বন কর্মকর্তা বলেন, লক্ষীপেঁচা বর্তমানে প্রায় বিলুপ্ত হতে চলেছে। কিছু কিছু গ্রামে লক্ষীপেঁচা দেখা গেলেও শহরে দেখা যায় না। হঠাৎ কোথা থেকে এই লক্ষীপেঁচাটি উড়ে এলো তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে এই লক্ষীপেঁচার আরেক সঙ্গী কাছে-কিনারে কোথাও থাকতে পারে বলে বন কর্মকর্তা তানজিলুর রহমান মন্তব্য করেন।

ঘরে উড়ে আসলেও গৃহকর্তা লক্ষীপেঁচাটির কোনো ক্ষতি না করায় তিনি গৃহকর্তাসহ বাড়ির সবাইকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের দায়ে গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা