কাপ্তাইয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ছাত্রীর আত্মহত্যা

পারিবারিক কলহের জের

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১২:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট(বিএসপিআই)-এর এক ছাত্রী গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত ছাত্রীর নাম মমতাজ জাহান রিয়া(১৯)। তিনি বিএসপিআই-এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম মো. নজরুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ।

সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে রিয়া বৃহস্পতিবার রাত ৯টার সময় কাপ্তাই প্রজেক্ট এলকায় অবস্থিত তার নিজ বাসার শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।

এসময় উপস্থিত চিকিৎসক ডা. তায়েফ মাহমুদ রিয়াকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার পূর্বেই রিয়া মারা যান বলে জানান তিনি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে অভিমান করে রিয়া গলায় ফাঁস দেয়। রিয়ার মরদেহ বর্তমানে কাপ্তাই থানা হেফাজতে রয়েছে বলে ওসি মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে আজাদীকে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর উত্তর মাদার্শায় আগুনে দুই পরিবার নিঃস্ব
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা