কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নগরীর ৬৭ বছরের ঐতিহ্যবাহী কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই উৎসবকে ঘিরে গতকাল সকাল থেকে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে কলেজের সবুজ ক্যাম্পাস। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত পুনর্মিলনী উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সম্মানিত অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, মহিলা কাউন্সিলর তসলিমা নুর জাহান রুবি, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং শংকর দাশ রবিন। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আইশা বেগম পান্না এবং মেহরুন নেছা আশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াছমিন বেগম, সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক প্রতিভা বিশ্বাস, অনিমা রানী পাল, ছবি রানী, শিবানী দত্ত, মমতারানী সাহা বক্তব্য রাখেন। বক্তারা গত ৬৭ বছর ধরে চট্টগ্রামের নারী শিক্ষার বিকাশে অনন্য অবদান রাখা এই বিদ্যাপীঠ সামনের দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আজ থেকে ৬৭ বছর আগে অবহেলিত এবং অনগ্রসর কাট্টলী এলাকায় নারী শিক্ষার বিকাশ এবং মহিলাদের ভাগ্যোন্নয়নে এমন একটি প্রতিষ্ঠান গড়ার সাথে জড়িতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পুনর্মিলনী উৎসব উপলক্ষে কেক কাটার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত স্মৃতিচারণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। উল্লেখ্য, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত কাট্টলী বালিকা বিদ্যালয় বিগত ২০১৩ সাল থেকে মহিলা কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্কুল এবং কলেজ পর্যায়ে ৮শরও বেশি ছাত্রী অধ্যয়ন করে। পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীর সাথে বর্তমানের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণ পুরো আয়োজনকে ভিন্নমাত্রা দিয়েছে। শত শত শিক্ষার্থীর মিলনমেলা গতকাল দিনভর কলেজ ক্যাম্পাস মুখরিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধউইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধবিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বান