কাটিরহাট মহিলা কলেজে রবীন্দ্র -নজরুল স্মরণে অনুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্র -নজরুল স্মরণে ‘জীবনমুখী রবীন্দ্রনাথ- বাস্তবতায় নজরুল ’ শীর্ষক অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। তিনি বলেন, বাংলা ভাষা ও বাঙালি যতদিন থাকবে রবীন্দ্রনাথ-নজরুল প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় বিরাজমান থাকবেন। তিনি আরো বলেন বাংলা সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে এ দুজন মহামানবের অবাধ বিচরণ ছিল না। তাই সংকটে, সংগ্রামে, উৎসবে-পার্বণে সর্ব সময়ে বাঙালি তাঁদের সৃষ্টি কর্মে ভেতরে খোঁজে আশ্রয়। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সুজিত রায়।
তিনি বলেন, রবীন্দ্রনাথ -নজরুলকে ভালবাসতে হলে তাঁদের সংগীতকে ভালবাসতে হবে, তাঁদের সৃষ্টিকে জীবনে ধারণ করতে হবে। অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী, সুলতানুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দুল আলম, অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক শেখ আহম্মদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সুললিত দে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসী কর্মীদের অধিকার বাস্তবায়নে জনমত তৈরিতে গণস্বাক্ষর ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধএওয়াক ক্র্যানিওটমির সাহায্যে ব্রেইন টিউমারের সফল সার্জারি