রেলের টিকেট কালোবাজারি চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নগরীর রেল স্টেশন থেকে মো. ওমর ফারুক হাজারী (৩৫) নামে টিকেট কালোবাজারী চক্রের এক সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ১৮ আসনের ৮টি টিকেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, ওমর ফারুক হাজারী নামের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে রেল স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে মেঘনা এক্সপ্রেসের ৮টি টিকেট পাওয়া যায়। পরে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

তক্ষকসহ

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা অমান্য করে শিকার, সীতাকুণ্ডে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পরবর্তী নিবন্ধতক্ষকসহ আটক ২