কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

সত্য, সুন্দর ও সৃজনশীলতার পক্ষে- স্লোগানকে সামনে নিয়ে কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ পুরস্কার বিতরণ, ক্রেস্ট প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ১১ জুলাই কাঞ্চনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কাঞ্চনার প্রবীণ শিক্ষক মাস্টার নেছার আহমদের সভাপতিত্বে ও পাঠাগারের সিনিয়র সদস্য সৈয়দ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রফেসর ডা. আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, সাবেক সভাপতি মোখলেছুর রহমান জাকের, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন, এজহার মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাইফ ইসলাম, আব্দুল মালেক সিকদার, জসীম উদ্দিন, কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের সভাপতি আবদুল হামিদ, আমিন শফী, আরমান হোসেন, শেখ রাসেল, মীর আজিজ, দোলন দাশ, আল আমীন, মো. ইরফান, মোহাম্মদ রিয়াজ, ফজলুল কাদের, ফরিদুল আলম, আবু তাহের, আব্দুল আওয়াল, মো. ইমন, জোবাইয়র বিন জিহাদী, মীর জানে আলম বাবুল, মীর আসাদ, মো. বেলাল উদ্দীন, কাজী ফারুক, কাজী সাঈদ, মুনাজুর রহমান আরুফ, ময়েজ, ঈমাম, মফিজ, সাকিল, কাজী রুহুল আমিন হাদী, কাজী জুয়েল, জিহাদ, শাহেদুল আমীন, শাহাজান প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত কাঞ্চনার কৃতী শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের হৈ হৈ-তে ধোঁয়ায় উড়া নারীর শ্রম
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে