কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সানজিদা মোক্তার তানজিনের পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ শ্রেণিতে আহরণ উদ্যোগের গল্প আহরণ প্রতিযোগিতা গত ১০ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। আহরণ উদ্যোক্তা অধ্যাপক চৌধুরী আহসানুল করিমের পরিচালনায় প্রতিযোগিতায় বিচারক ছিলেন সহকারী শিক্ষক সিরাজুম মুনীরা, মো. ফারুকুল ইসলাম ও মোজাম্মেল হক।

মাসিক উদয়নে প্রকাশিত কিরঘিজ রূপকথা ‘কাজির বিচার’ গল্পটি প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। গল্পপাঠে অংশ নেয় আদিত্য পাল, ওয়াসি আহমেদ রাফসি, জ্যোতিষ্ক দে, শুভ্র শর্মা চৌধুরী, মো. শহিদুল ইসলাম শাহেদ, মো. জায়িদ, মো. জাওয়াদ হোসেন জারিফ, মো. আওসাফ গণি, আবদুল্লাহ আল ইমরান ও আবদুল ওয়াহিদ।

স্মৃতি থেকে বলা পর্বে অংশ নেয় অয়ন গুহ, মারুফ ইসলাম, মোবাশ্বির রহমান, মো. সোহানুর আমিন, মো. শহিদুল ইসলাম, অন্তর দাশ, অরিজিৎ সরকার, মো. জোহান, সুকৃত দত্ত, মো. আবু সাঈদ, দেবাদিত্য চৌধুরী, মাবরুর মাহাদী, এসএম সামিউন বিন হোসাইন, সাদিক ইসলাম সামি ও ওম দাশ ঋষি। দলগতভাবে ৬ষ্ঠ ক শাখার গোলাপ দল, ৬ষ্ঠ খ শাখার গোলাপ দল, ৬ষ্ঠ গ শাখার উভয় দল এবং ৬ষ্ঠ ঘ শাখার গোলাপ দল বিজয়ী হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে চোলাই মদসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধনির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে : সিইসি