কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন, দগ্ধ ৪

তিনজনের অবস্থা আশঙ্কাজনক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চার জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের পাশে নোঙর করা বেওয়ান ক্রুজ শিপের সন্নিকটে নদীতে নোঙর করে রাখা একটি ট্রলারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রলারটির ইঞ্জিন বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন, জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। এর মধ্যে প্রথম তিন জনের ৮০৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। বাকিজন ২০ শতাংশ। তাদের চমেক হাসপাতালে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের ৮০ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। এই ধরনের রোগীদের অবস্থা ভালো থাকে না।

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মাছ ধরার ট্রলারে ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলারটি পুড়ে গেছে বলেও পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসিআরবিতে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেপ্তার