করোনায় বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের পরলোকগমন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের অর্থ সচিব, বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুল গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টায় করোনা আক্রান্ত হয়ে নগরীর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। দেবাশীষ গুহ বুলবুল মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতা ও জহুর আহম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ সহচর প্রয়াত যদুনাথ গুহের ২য় সন্তান।
দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দীন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ, সাবেক মহাসচিব আবুল হাসেম, মুক্তিযোদ্ধা বদিউল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅসিত লালা ও সুনীল চক্রবর্ত্তী কর্মের মাঝে বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ‘সমুদ্রে নিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণের আজ শেষদিন