অসিত লালা ও সুনীল চক্রবর্ত্তী কর্মের মাঝে বেঁচে থাকবেন

শোকসভায় বক্তারা

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি, (বিটিএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শিক্ষকবন্ধু অসিত কুমার লালা ও মুক্তিযোদ্ধা- শিক্ষক নেতা সুনীল চক্রবর্ত্তী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষক নেতা সুনীল চক্রবর্ত্তী ও শিক্ষকবন্ধু অসিত কুমার লালা ছিলেন সমাজ প্রগতির স্বপ্নের ফেরিওয়ালা। তাঁদের মৃত্যুতে শিক্ষা, সমাজ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। আসলে তাঁদের মৃত্যু হয়নি, ত্যাগ ও কর্মের মহিমায় তাঁঁরা যুগ যুগ অমর হয়ে থাকবেন। শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলামুর রহমান চৌধুরী। আলোচক ছিলেন ঢাবির সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রণজিৎ কুমার নাথ ও বিটিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিটিএ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় প্রয়াতদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, মহানগরীর সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সভাপতি মো. ওসমান গণি, মহানগরীর সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী প্রমুখ। প্রয়াতদের স্মরণে শোকাঞ্জলি নিবেদন করেন আবৃত্তি পরিবেশন করেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী। তাছাড়া প্রয়াত শিক্ষক নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমার্স কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধকরোনায় বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের পরলোকগমন