মহেশখালীতে ‘সমুদ্রে নিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণের আজ শেষদিন

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের ২শ নৌযান চালককে ‘সমুদ্রে নিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। গতকাল শুক্রবার শুরু হওয়া এই কর্মশালার আজ শেষদিন। দাতা সংস্থা ব্যুরো অব হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্টেন্সের (বিএইচএ) সহযোগিতায় এবং মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
গতকাল উপজেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী ইউএনও মাহফুজুর রহমান, নৌযান মালিক সমিতির দিদারুল ইসলাম ও মিশকাত শিকদার, আইওএম কক্সবাজারের ট্রানজেকশন অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান অফিসার প্যাট্রিক শেরিগনন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই, মহেশখালী পৌর মেয়র মকবুল মিয়া ও ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিপিপি স্বেচ্ছাসেবক, নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং উপকূলরক্ষীরাও অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষ হওয়ার আইওএম নৌ-চালকদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের পরলোকগমন
পরবর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে রোহিঙ্গা শিশুর ক্ষত-বিক্ষত লাশ