করোনার টিকা নিয়েছেন যুক্তরাজ্যের ওয়ার্ক ফর স্মাইলের স্বেচ্ছাসেবকরা

আজাদী অনলাইন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৩ অপরাহ্ণ

যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ক ফর স্মাইল-এর সকল স্বেচ্ছাসেবক কোভিড-১৯ এর প্রতিষেধক ফাইজার কোম্পানির টিকা নিয়েছেন।
গত মঙ্গলবার ম্যানচেস্টারের রয়েল ইনফার্মারি হাসপাতালের ভ্যাকসিন পয়েন্টে টিকা কার্যক্রম শুরু হয়। এ টিকাগ্রহণ কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এতে সংগঠনটির প্রথম সারির মোট ৩২ স্বেচ্ছাসেবক টিকা গ্রহণ করছেন।
টিকা গ্রহণের পর ওয়ার্ক ফর স্মাইল-এর পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কোনো ভয় নেই। সবাইকে টিকা নিতে আহ্বান জানাচ্ছি। নিজকে এবং দেশকে সুরক্ষিত রাখতে টিকা নেওয়া আমাদের কর্তব্য।” উল্লেখ্য, সারা বিশ্বে করোনা মহামারীতে সবাই যখন কোণটাসা তখন ওয়ার্ক ফর স্মাইল-এর স্বেচ্ছাসেবকরা জীবনবাজি রেখে কমিউনিটির করোনার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন।
সংগঠনটি এই পর্যন্ত ফুড ডিস্ট্রিবিউশন প্রজেক্ট-এর পক্ষ থেকে ২০ হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সরবরাহ করেছে।

পূর্ববর্তী নিবন্ধচক মালঞ্চকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকুয়াইশে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু