করোনাকালেও থেমে নেই উন্নয়নের গতি

ইছামতি মাদ্রাসায় নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধনে আবু সুফিয়ান

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত আমূল পরিবর্তন এনেছেন। উন্নয়নের মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যপট পাল্টে দিয়েছেন। করোনার মতো মহামারীতেও দেশের উন্নয়নের গতি থেমে নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইছামতি মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইছামতি মুহাম্মদীয় আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসলেম উদ্দীন মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার শিক্ষা বিস্তারে তিনি নিঃস্বার্থভাবে অবদান রাখছেন। তার হাত ধরে এ শিক্ষা প্রতিষ্ঠান একদিন পুরো দেশের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, সাতকানিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য লোকমান হাকিম, সাবেক সদস্য হেফাজতুর রহমান ও সাখাওয়াত হোসেন আদর। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীকে ভ্যানগাড়ি প্রদান
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান-মেম্বাররা এলাকায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি