সীতাকুণ্ডে জেলেদের মাঝে ১৮ বকনা বাছুর বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩২৪ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে জেলেদের মাঝে ১৮টি গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়। প্রতিটি গরুর মূল্য ৩০ হাজার টাকা। সে হিসেবে ৫ লাখ ৪০ হাজার টাকার বাছুর বিতরণ করা হয়। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাছুরগুলো বিতরণ করেন চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্য এস.এম আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা, উত্তর চট্টলা জলদাশ ফেডারেশনের সভাপতি লিটন দাশ, সহসভাপতি উপেন্দ্র দাশ, মৎস্যজীবী লীগের সদস্য জীবন দাশসহ অনেকেই।

বাছুর বিতরণ শেষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ৬৫১টি জেলে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে কিশোরী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরকারের তথাকথিত সংসদ সদস্যরাও আজ নিরাপদ নয়