হাটহাজারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ () নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকার শুক্রবার দুপুরে ও বিকালে উপজেলার ছিপাতলী ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল শুক্রবাব দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা ছিপাতলী ইউনিয়নের আব্দুল হামিদ সওদাগরের বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে নওশাদের মৃত্যু হয়। এছাড়া বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার মোহাম্মদপুর এলাকায় বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবিদ পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে নওশাদকে বেসরকারি ও তাজবিদকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নওশাদ ছিপাতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুল হামিদ সওদাগর বাড়ির মো. আইয়ুবের পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে তাজবিদ হাটহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো. সুমনের প্রথম পুত্র। তার মৃত্যুর বিষয়টি উপজেলা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকি বেড়েছে আনোয়ারায়
পরবর্তী নিবন্ধঅপরাধী যত প্রভাবশালীই হোক শাস্তি পেতেই হবে : কাদের