করাচি বিশ্ববিদ্যালয়ে ৩ চীনা নাগরিকসহ নিহত ৪

আত্মঘাতী বিস্ফোরণে মহিলা

আজাদী ডেস্ক | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে এক বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে, এদের মধ্যে তিন জন চীনের নাগরিক রয়েছেন। গতকালের এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সময় দুপুর আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে গাড়িতে আত্মঘাতী হামলা চালায় বিএলএ-র এক মহিলা সদস্য।

পুলিশ সূত্রে খবর, যে মহিলা আত্মঘাতী হামলা চালিয়েছেন তার নাম শারি বালুচ ওরফে ব্রামশ। বিএলএ বিদ্রোহীগোষ্ঠীর প্রথম মহিলা মানববোমা তিনি। হামলার পর বিএলএ-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা হামলার দায় স্বীকার করেছে। সেই সঙ্গে এই হামলাকে বালুচ প্রতিরোধের ইতিহাসের এক নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে তারা।

করাচির পুলিশ প্রধান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে এক মহিলাকে আপাদমস্তক বোরখায় ঢেকে ওই গাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল। তার পরই বিস্ফোরণ ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৯৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমাস্কের অধীনে কোম্পানির ভবিষ্যৎ খারাপ, কর্মীদের সতর্ক বার্তা টুইটার সিইওর