আইসিজে রায় দেবে আজ

ইসরায়েলের রাফা অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

গাজার রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) কাছে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রায় শোনাবে আদালত। বৃহস্পতিবার আদালত একথা জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গতসপ্তাহে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। খবর বিডিনিউজের।

দক্ষিণ আফ্রিকা এর আগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। সেই বৃহত্তর মামলার অংশ হিসাবেই দেশটি পরে রাফায় অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা চেয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করা নিয়ে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের নিন্দা করেছে ইসরায়েল। তারা মামলা প্রত্যাহারের দাবিও জানায়।

তবে আইসিজে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এক আদেশে ইসরায়েলকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়। তবে সামরিক অভিযান বন্ধের আদেশ দেওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা না করার হুমকি মিশরের
পরবর্তী নিবন্ধএমপি আনারের মাংস কেটে কিমা তৈরি করা কসাই জিহাদ গ্রেফতার