কক্সবাজারে তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

আইট্রিপলই’র উদ্যোগ

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইথ্রিপলই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে ‘২৫তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২২’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পর্যটন নগরী কক্সবাজারের হোটেল লং বিচে উক্ত কনফারেন্সের উদ্বোধন করেন আইইইই, এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক প্রফেসর ড. ল্যান্স ফুং এবং ড. তাকাকো হাশিমোতো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ও আইইইই, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) এর ২০২৩-২৪ কমিটির চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম, টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, কনফারেন্সের অরগানাইজিং চেয়ার ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও আইইইই, বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও কনফারেন্সের ফিন্যান্স চেয়ার অধ্যাপক ড. মো. রাজু আহমেদ।

আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ-বিদেশের বাছাইকৃত প্রায় ১৯৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এতে ৬টি কি-নোট স্পিচ এবং ২টি ইনভাইটেড স্পিস থাকবে। এছাড়া ‘কোয়ালিটি এডুকেশন ফর কমপ্লেক্স অ্যান্ড সিকির্উড সিস্টেমস’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ‘স্ট্র্যাটেজিস টুয়ার্ডস অ্যা স্মার্ট সিটি অ্যান্ড ডেমোনস্ট্রেশন অব সিটি-লেড ওপেন ডাটা প্ল্যাটফর্ম ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

একইসাথে দেশ-বিদেশের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রফেশনালস, বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা কনফারেন্সে অংশগ্রহণকারীদের সাথে তাদের বিজ্ঞানভিত্তিক আইডিয়া ও ভাবনা বিনিময়ের সুযোগ পাবেন। এত দেশি-বিদেশি শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে ৬টি ক্যাটাগরিতে সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইইইই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশেপাশে বাড়ি নেই আগুন লাগল কীভাবে
পরবর্তী নিবন্ধ৬ ও ৭ জানুয়ারি ঢাকা অভিমুখী রোড মার্চ সফল করার আহ্বান