ওয়েল পার্ক চট্টগ্রামের সুনাম সমুন্নত রাখতে কাজ করছে

১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সৈয়দ সিরাজুল ইসলাম কমু

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ে হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স গত ৭ মার্চ দশ বছর পূর্তি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে। খতমে কোরআন ও কেক কেটে বর্ষপূর্তির সূচনা করেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও পরিচালক সৈয়দ আসিফ হাসান।
বর্ষপূর্তি উপলক্ষে হোটেলের কনফারেন্স হলে আলোচনা সভা ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, একটি সমম্বিত পরিকল্পনা নিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ওয়েল গ্রুপ। বাংলাদেশের অর্থনীতির স্বর্ণদুয়ার চট্টগ্রামকে নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের আগ্রহ বরাবরই ছিল। কিন্তু আন্তর্জাতিক মান সম্মত খাবার ও রাতযাপনের ক্ষেত্রে নানা অসুবিধা পর্যটকদের কিছুটা হতাশ করত। ওয়েল গ্রুপ মূলত দেশের বস্ত্রখাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় শুরু করলেও দেশের স্পিনিং, টেঙটাইল ও তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের পাশাপাশি আন্তর্জাতিক মান সম্পন্ন বেকারি খাদ্য পণ্য ও আবাসন খাতের উন্নয়নে হাত দেয়। ওয়েল পার্ক সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টিকে পর্যটকদের কাছে তুলে ধরতে কাজ করছে। চট্টগ্রামের সুনাম সুখ্যাতিকে সমুন্নত রাখতে ওয়েল পার্ক সর্বদাই কাজ করে যাচ্ছে। ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম. এ মনছুরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান, নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান চৌধুরী, আলী নওশাদ পারভেজ, রানা মজুমদার, মামুন আল রশীদ, রেজুয়ানুল ইসলাম, বিশ্বনাথ দাশ, আব্দুল মাবুদ, আবু কাইয়ুম, মমতাজ আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চোরাই ভোজ্যতেলবাহী নৌকা আটক
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু