কর্ণফুলীতে চোরাই ভোজ্যতেলবাহী নৌকা আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে চোরাই ভোজ্যতেলবাহী একটি নৌকা আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের ১৩নং ঘাট থেকে নৌকাটি আটক করে সদরঘাট নৌ-পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরির সাথে জড়িতরা পালিয়ে যায়। বোটটিতে প্রায় দুই থেকে আড়াই হাজার লিটার অপরিশোধিত ভোজ্য তেল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক নৌকাটি কর্ণফুলী নদীর ১৩নং ঘাট সংলগ্ন এলাকার মো. ইসকান্দারের বলে জানতে পারে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।
সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান গতকাল রাতে দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩নং ঘাট থেকে চুরি করে পাচারের সময় অপরিশোধিত ভোজ্যতেল ভর্তি একটি নৌকা আটক করা হয়েছে। নৌকাটিতে দুই হাজার থেকে আড়াই হাজার লিটার তেল থাকতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কর্ণফুলী নদীর শিকলবাহা এলাকায় এমটি বুলবুল নামের একটি লাইটার জাহাজ থেকে চুরি করে এসব অপরিশোধিত ভোজ্যতেল পাচার করে দিচ্ছিল একটি চক্র।

পূর্ববর্তী নিবন্ধইউসিবির কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জ উদ্বোধন
পরবর্তী নিবন্ধওয়েল পার্ক চট্টগ্রামের সুনাম সমুন্নত রাখতে কাজ করছে