ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ছবকদান অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ছবকদান অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে গত বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদেরকে ছবক প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মা.জি.)

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনহাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ প্রেমিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক সৃষ্টি হয়। আবহমান কাল থেকে উপমহাদেশে ইসলামের প্রচারপ্রসার ঘটেছে সুফিসাধক আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। জ্ঞানের মূল শিকড় হলো, কুরআনহাদিস, আর কুরআন হাদিসের চর্চা কেন্দ্র হলো মাদ্‌রাসা শিক্ষা।

ইসলামি তাহজীবতামাদ্দুন রক্ষায় আহ্‌লে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদার আলোকে কুরআনহাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে প্রজন্মকে আলোকিত দেশ গঠনে এগিয়ে আসতে হবে। উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ আশরাফ উদ্দীন, গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ ইখতেয়ার উদ্দীন সাগর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু তৈয়ব, মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হোসাইন, ইফফাৎ জাহান, রুমা আকতার, মাষ্টার রেজাউল করিম, মাস্টার ইছমাঈল, মাস্টার হাসান ইমাম, গোলাম মুস্তফা, মাওলানা আবদুল বারী, শফিউল আলম, ইকবাল হোসাইন ও আবদুল করিম। পরিশেষে মিলাদকিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধপাহাড়ে চাঁদাবাজি বন্ধ ও বৈষম্য দূর করার দাবি