‘ঐতিহ্যমণ্ডিত পুরাকীর্তি সংরক্ষণে সহযোগিতা প্রদান করা হবে’

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঐতিহ্যমণ্ডিত স্থাপনা জে এম সেন হলকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীরত্বগাথা ভূমিকার কারণে চট্টগ্রাম শুধু দেশে নয় সারা বিশ্বে পরিচিত আন্দোলনের সূতিকাগার। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প ২০৪১ ঘোষণা করেছেন। তার নির্দেশনা অনুসারে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন অগ্রসরমান। গত ১৬ এপ্রিল জেএমসেন হলে বাসন্তী পূজায় বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জেলা পূজা উদ্‌্‌যাপন পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে রানীরাসমনি ঘাট সংস্কার এবং পূণ্যার্থী নারীদের পোশাক পরিবর্তন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে প্রবীর পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, জেলা পূজা পরিষদের সহসভাপতি বিপুল কান্তি দত্ত, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, উৎপল রক্ষিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি-ঐতিহ্যের একটি অংশ
পরবর্তী নিবন্ধচিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে পটিয়ায় মানববন্ধন