এক সপ্তাহে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৬৪ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৫৮৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪৮৮ জন। অর্থাৎ এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর গত সাত দিনে মারা গেছেন আরও ৩১ জন। আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ২৭ জন। অর্থাৎ এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ১৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। খবর বিডিনিউজের।
এই ৩১ জনের মধ্যে ১৬ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৭০ দশমিক ৬ শতাংশ ডায়াবেটিসে, ৬৪ দশমিক ৭ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৪১ দশমিক ২ শতাংশ হৃদরোগে ভুগছিলেন।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৩৯ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬০ জন। অর্থাৎ জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনা সংক্রমিত অবস্থায় রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন
পরবর্তী নিবন্ধহাতি হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হাই কোর্টের নির্দেশ