একটু ছুটি

বীথি বড়ুয়া | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মেঘলা আকাশ! একটু ছুটি চাই।
তোমার বা তোমাদের থেকে
আমি একটু বেড়াতে যাবো—
অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি আমার,
কোথায় যাবো! তা এখনো ঠিক করিনি,
দেখি মেঘলা আবহাওয়ায়
পাহাড় আমাকে খুব টানে
পাহাড়ি আঁকা-বাঁকা পথে
তুমুল ঝড়ো হাওয়ায় ভিজতে
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায়
আমার মনটাকে শীতল করতে
আমি একটু বেড়িয়ে আসতে চাই।

তোমার কি মনে আছে–যখন আমরা পাহাড়ে
সর্পিল পথে—পাহাড়ের মেঘগুলো সাপের
ফনা তোলা কুচকুচে কালো–আর সেখান থেকে যখন
সফেদ ধারাগুলো নেমে এসেছিলো ধরণীতে—
আমরা মন-প্রাণ উজাড় করে
ভিজে ছিলাম, ওহো! খুবই ভালো লেগেছিলো।
আমরা এখনো সেই অনুভূতিতে সিক্ত হই।
আমার আসলে একটু ছুটি চাই
এই বাঁধা ধরা নিয়মে আমি হাঁফিয়ে উঠেছি,
আমার বন্দীত্ব ভালো লাগে না
চার দেয়ালের অংকগুলো মিলাতে আমি বিরক্ত।
এখানে সবুজ নেই, ঝমঝম বৃষ্টির শব্দ নেই
বর্ষায় অবগাহিত হওয়ার কোন পথও খোলা নেই।
বৃষ্টি কি নগর থেকে উধাও হয়ে গেলো
মেঘ আসে মেঘ সরে যায়
কাঙিক্ষত বৃষ্টি মেঘের সাথে মেঘের বাড়ি চলে যায়!
গাছের ডগায় শীতল বৃষ্টির পরশের জন্য
পাখিদের মেলা, ধুলোজমা পাতাগুলো সবুজাভ হবে,
আমি এগুলো অনুভবের জন্য একটু ছুটি চাই!

পূর্ববর্তী নিবন্ধমাহবুবা চৌধুরীর ‘হাতের দু’ভাঁজে ঘুম’
পরবর্তী নিবন্ধবোহেমিয়ান