বোহেমিয়ান

ডালিয়া নাহার | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

তরঙ্গ তোলে একলা নির্জন পুকুরে
তেরছা ছোঁড়া নুড়ি পাথর ভর দুপুরে।
টুকরো উঠোনে রোদ-ছায়া ঝোপঝাড়
সারি বেঁধে বাঁশের মাচান সাদা কালো
আদি অস্তিত্বের জীবনচিত্র পাহাড়ে।

পাতি চোখ গ্যালো ডাকে পিউ কাহা
চৈত্রের আকাশ ক্ষণিক থমকে দাঁড়ায়
আরণ্যক ছবি শিল্পীর হাতের ছোঁয়ায়।

কুয়াশা জড়ানো মায়া ছুঁয়েছে পাহাড়
বিমুগ্ধ আকাশ তারে বাঁধে দৃষ্টিসীমায়
চিন্তাশীল নিঃশব্দ চিত্রপটে মগ্ন দুপুর

দৃষ্টি স্বপ্নময় স্থির দূরে সুনীল গভীরে
মঞ্জির বাজিয়ে ঝরে পাহাড়ি ঝিরি
অরণ্য আড়ি পাতে পাতার মর্মরে।

পূর্ববর্তী নিবন্ধএকটু ছুটি
পরবর্তী নিবন্ধমেঘবালিকার সাজে