একটা ঈদের চাঁদ

ইকবাল বাবুল | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

দ্বন্ধ ছিলো পাড়ায় পাড়ায় বেশ বহুদিন ধরে
মিল ছিলো না কথায় কাজে, দ্বেষ ছিলো অন্তরে
কিনতু কী আজ দেখতে পেলাম
পরষ্পরে দিচ্ছে সেলাম

ঐ পাড়াটার রফিক এবং এই পাড়াটার আলীম
আজ নিয়েছে কেমন যেনো অন্যরকম তালিম।
বইছে কী এক খুশির ধারা
ঈদগাহে আজ আসলো তারা

ফিনফিনে সেই পাঞ্জাবি গায় মাখলো সুবাস আতর
উদ্যত নয় আগের মতোন, ভাবসাবে বেশ কাতর
দুই পড়াটার সবাই এসে
নানান কথা বলছে হেসে

একসারিতে দাঁড়িয়ে দেখি পড়লো সবাই নামাজ
মুগ্ধ চোখে দেখতে পেলাম মানুষ হবার দাম আজ
নামাজ শেষে সবাই কেমন
বিলিয়ে দিয়ে তাদের সে মন

ময়লা ধুলো অতীতগুলো শোধরিয়ে সব ভুলই
হাত বাড়িয়ে জড়িয়ে বুকে করছে কোলাকুলি ।
মনের ভেতর নেই কোনো দ্বেষ, নেই সে বিসম্বাদ
সবাইকে আজ এক করেছে একটা ঈদের চাঁদ ।

পূর্ববর্তী নিবন্ধরমজানের ওই রোজার শেষে
পরবর্তী নিবন্ধআনন্দ ও সম্প্রীতির উৎসব