এই ঈদে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

এই ঈদে আনন্দ হাসি গান হবে
মহামারি জয় করে উঠেছি তো সবে।
এই ঈদে সকলকে তাই ডেকে বলা
সচেতন ভাবে হোক আমাদের চলা।

এই ঈদে কারো প্রতি নেই কারো জেদ
বড় ছোট কোনোরূপ নেই ভেদাভেদ।
এক সাথে ঈদগাহে নামাজের সারি
খাবো দাবো যাবো প্রিয় বন্ধুর বাড়ি।

এই ঈদে একে একে অপরের প্রিয়
ভাই ভাই মিলে মিশে পরম আত্মীয়।
অই বাড়ি এই বাড়ি শুধু ঘুরে ঘুরে
এই ঈদে সালামিটা পাবো মুঠো পুরে।

এই ঈদে মিলনের অপরূপ তিথি
কোলাকুলি গলাগলি সুর সমপ্রীতি।
সকলের মাঝে সুখ হাসি খুশি ঢেউ
এই ঈদে ক্ষিধে পেটে রইবে না কেউ।

পূর্ববর্তী নিবন্ধঈদের সকাল
পরবর্তী নিবন্ধদুইটি তারা একটি চাঁদ