উরকিরচরে চুলার আগুনে পুড়ল পাঁচ বসতঘর

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

রাউজানের উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়ায় এক অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কাউছার আলম বলেছেন, মাগরিবের নামাজের পরপর আগুনের সূত্রপাত হলে কালুরঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

 

পরে গ্রামবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চার ভাইয়ের মালিকানাধীন চারটি সেমিপাকা ঘরসহ পাঁচটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন আব্দুস শুক্কুর, মো. আমিন, ওমর ফারুক, মো. বাচা ও বাহাদুর। কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের ঘর একই সারিতে ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র প্রদান করেছেন। তিনি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক রং এর স্বপ্নবাজ, একজন রুবি গজনবী
পরবর্তী নিবন্ধকিন্ডারগার্টেন ঐক্য পরিষদের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন