উদীচীর বর্ষার আয়োজনে প্রাণের মেলা

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

গান, নৃত্য, আবৃত্তি, কথামালাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষার অনুষ্ঠান করেছে উদীচী জেলা সংসদ। এ উপলক্ষে শুক্রবার চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে সংগঠনের কার্যালয়ে গানের সঙ্গে নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বর্ষার আয়োজন। ফাঁকে ফাঁকে চলে উদীচীর শিল্পীদের একক ও সমবেত পরিবেশনা।

ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও জয় সেনের সঞ্চালনায় কথামালায় অংশ নেন অধ্যাপক শীলা দাশগুপ্ত, অধ্যাপক বিপুল বড়ুয়া, মেহরাজ তাহসান শফী, নওশাদ আলম, রাশিদুল সামির ও সভাপতি এ্যানি সেন। বক্তারা বলেন, ঋতুর রাণী বর্ষা। প্রকৃতিকে সজীবতার ভিন্ন মাত্রা দিতে ষড়ঋতুর পরিক্রমায় প্রতি বছর ঘুরে আসে বর্ষা। আষাঢ়- শ্রাবণের বহুমাত্রিক রূপবৈচিত্র্য বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তিন মাদককারবারি আটক
পরবর্তী নিবন্ধসরকারি মহিলা কলেজে ধারাবাহিক গল্পবলা প্রতিযোগিতা