উখিয়ায় তুচ্ছ ঘটনার জেরে আহত ১৫

উখিয়া সংবাদদাতা | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে উভয় পক্ষের ১৫ জনের অধিক গুরুতর আহত হয়েছে।

গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার মনির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, মোস্তফা শাকিল, শাহজালাল মান্না, জাগির হোসেন, নুরুল আলম, তারেক আজিজ, ফরিদ আলম, ছুরুত আলম, সৈয়দ হোসেন, নুরুল আলম ও শফিক ড্রাইভার। তাৎক্ষণিক বাকীদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এরমধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর উখিয়া থানার একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, রফিক মেম্বারের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে দশজনের মতো লোক আহত হয়েছে।

এদিকে অভিযুক্ত রফিক মেম্বার মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ভুলে ব্যাটারির পানি দিয়ে ইফতার, মৃত্যুর সাথে লড়ছে ৪ রোজাদার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা