কক্সবাজার ও কলকাতাগামী বিমানের ফ্লাইট বন্ধ

আজাদী অনলাইন | রবিবার , ২৬ মে, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে আজ রোববার কলকাতাগামী বিজি-৩৯৫ ও কাল সোমবার বিজি-৩৯১ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (২৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটির জনসংযোগ শাখার কর্মকতা বোসরা ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এসব ফ্লাইট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে সব কার্যক্রম বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা