ইয়াবা উদ্ধার মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহা থেকে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মো. জহির নামের ওই যুবক কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লকডি’র মো. ইউসুফের ছেলে। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় অনুপস্থিত থাকায় মো. জহিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে মো. জহিরের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছেন বিচারক। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ অক্টোবর শিকলবাহার ক্রসিং মোড় এলাকা থেকে মো. জহিরকে গ্রেপ্তার করে র‌্যাব। তখন তার কাছ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগে মোড়ানো ১৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সেদিন মো. জহির গ্রেপ্তার হয়। এ ঘটনায় র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা করেন। আদালতসূত্র আরো জানায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর মামলার তদন্‌কারী কর্মকর্তা মো. জহিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২২ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধবোধনের নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধবিভাগীয় শান্তি সমাবেশ সফল করতে রাঙ্গুনিয়ায় যুবলীগের প্রস্তুতিসভা