ইমরানের দলকে নিষিদ্ধের কথা ভাবছে পাক সরকার

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

ইসলামাবাদের হাই কোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দল তেহরিকই ইনসাফ যে সহিংসতা চালিয়েছে তার প্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পর্যালোচনা অবশ্যই হচ্ছে,’ গতকাল ইসলামাবাদে গণমাধ্যম কর্মীদের তিনি এমনটাই বলেন বলে জানিয়েছে ডন। খবর বিডিনিউজের।

পিটিআই গত ৯ মে ‘একাধিক প্রতিরক্ষা স্থাপনায় হামলে পড়ে’ রাষ্ট্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে বলেও মন্তব্য করেন আসিফ। এমন কোনো অপরাধ কি আছে, যেটা ৯ মে করা হয়নি? আইএসআই কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়, তারা লাহোর কর্পসের কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছে। আমাদের সবারই ধারণা ছিল, এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়, বলেন পাকিস্তান মুসলিম লীগনওয়াজের (পিএমএলএন) এই নেতা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.০১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেন থেকে যোদ্ধা অনুপ্রবেশের কঠোর জবাব দেবে রাশিয়া