রাশিয়া কিয়েভে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা অধিদপ্তর জিইউআরের সদরদপ্তরকে লক্ষ্যস্থল করেছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন। মঙ্গলবার পুতিন বলেছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে আঘাত হানার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলাম। স্বাভাবিকভাবেই ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদরদপ্তর এই তালিকায় পড়েছে আর দুই থেকে তিন দিন আগে এটিতে আঘাত হানা হয়েছে।
মস্কোতে ইউক্রেনের একটি ড্রোন হামলা হয়েছে বলেও রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেছেন। ওই দিন সকালেই হামলাটি হয়। পুতিন বলেছেন, রাশিয়ার নাগরিকদের ‘ভয় দেখানোই’ এসব হামলার উদ্দেশ্য, যা কিয়েভের ‘সন্ত্রাসী তৎপরতার পরিষ্কার নজির’। খবর বিডিনিউজের।
ইউক্রেন রাশিয়ায় ‘আবাসিক ভবনগুলো’ লক্ষ্যস্থল করলেও মস্কো ‘লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক’ অস্ত্রশস্ত্র দিয়ে শুধু অস্ত্রাগার ও জ্বালানি ডিপোর মতো সামরিক স্থাপনায় আঘাত হানছে বলে দাবি করেছেন পুতিন, জানিয়েছেন রুশ গণমাধ্যম আরটি। ইউক্রেনের সর্বশেষ হামলা মস্কোর আকাশ সুরক্ষা ব্যবস্থা ভালোভাবে প্রতিরোধ করলেও এখনও উন্নতির আরও অনেক জায়গা রয়ে গেছে বলে পুতিন মন্তব্য করেছেন।
মস্কো ও রাশিয়ার অন্যান্য শহরগুলোতে কিয়েভের নির্বিচার হামলা শুধু রাশিয়া থেকে একটি ‘পাল্টা প্রতিক্রিয়া’ উস্কে দেওয়ার কাজ করছে বলেও মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
লুহানস্কে ইউক্রেনের গোলায় নিহত ৫ : ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের গোলাবর্ষণে এক গ্রামের ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানে মস্কোর নিয়োগকৃত কর্মকর্তারা। এদিকে গতকাল ইউক্রেনের ড্রোনে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে যাওয়ারও খবর দিয়েছেন সেখানকার গভর্নর।