ইউএনওর সহকারী পরিচয়ে স্বর্ণ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের সহকারী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যম স্বর্ণ হাতিয়ে নেওয়া চক্রের সদস্য মো. রাসেল (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার স্বর্ণকার পট্টি থেকে গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৭ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি শরিয়তপুর জেলার জাজিরা থানার মাতবর বাড়ির রড়কান্দি ইউপির টিএনটি মোড় এলাকার মৃত আবদুল খালেকের পুত্র।

এ ঘটনায় দোকান মালিক সুজন গুপ্ত (৪৩) বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, বাদীর হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের এস এম দিদার মার্কেটে স্বর্ণকানন নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। গতবছরের ১৭ ডিসেম্বর মো. রাসেল তার দোকানে গিয়ে নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী পরিচয় দিয়ে দোকান থেকে ৮ ভরি ১ আনা ৩ রত্তি স্বর্ণ কৌশলে আত্মসাৎ করে নিয়ে যায়। এই ঘটনায় দোকান মালিক সুজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটক করতে অভিযানে নামে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থানার স্বর্ণকার পট্টি থেকে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে ৭ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। থানার ওসি মো. মনিরুজ্জামান আটক রসেলকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের পাশে আবদুল কৈয়ূম চৌধুরী
পরবর্তী নিবন্ধনালায় খালে প্লাস্টিক পলিথিন নিক্ষেপ বাড়াচ্ছে জলাবদ্ধতা : মেয়র