বন্যার্তদের পাশে আবদুল কৈয়ূম চৌধুরী

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলাসহ চট্টগ্রামের অধিকাংশ এলাকা। সপ্তাহব্যাপী ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সব মিলিয়ে একাকার চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। চন্দনাইশ, সাতকানিয়াসহ আশেপাশের এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে উঠেছে কোমর সমান পানি, দুর্বিপাকে পড়েছে মানুষ।

সৃষ্ট দুর্যোগে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। নিজস্ব অর্থে চাল,ডাল, আটা, তেলসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঔষধ ১,০০০ (এক হাজার) এর অধিক পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এছাড়া বন্যার্তদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন তিনি।

এসময় চন্দনাইশসাতকানিয়া আংশিক নির্বাচনী আসনের জনপ্রতিনিধিবৃন্দ, স্কুলকলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ালীলীগ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গত মানুষের মাঝে দক্ষিণজেলা যুবলীগের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধইউএনওর সহকারী পরিচয়ে স্বর্ণ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার