আয়োডিনযুক্ত লবণ আইন বাস্তবায়নে শিল্প মালিকদের সহযোগিতা জরুরি

কর্মশালায় বিসিকের চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

সরকার আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ প্রণয়ন করেছে। এই আইন বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ বাতিল ও সংশোধন করে করা নতুন এই আইনটি বাস্তবায়নে বেসরকারি খাতের লবণ শিল্প মালিকদের সম্পৃক্ত করতে চায় সরকার। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরির্দশন কার্যক্রমের মাধ্যমে আইনটি বাস্তবায়নে দ্রুততম সময়ে একটি বিধিমালা প্রণয়নে কাজ করছে সরকার।
গতকাল রোববার সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এ সংক্রান্ত একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় লবণ শিল্প মালিকদের পক্ষ থেকে আইনকে আরও বেশি সহজ ও শিল্প মালিকদের জন্য সহনীয় পর্যায়ে বিধিমালা প্রস্তুত করতে দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ২৪ জুন আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ প্রয়ণন করে সরকার। বিসিক, ইউনিসেফ, গেইন ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিল্প মন্ত্রণালয়, বিসিক, বেসরকারি দাতা সংস্থা ছাড়াও স্থানীয় পর্যায়ে লবণ মিল মালিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম. জামসেদ খন্দকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ সল্ট মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল কবির, গেইন এর কর্মকর্তা আশেক মাহফুজ। স্বাগত বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে কী নোট উপস্থাপন করেন বিসিকের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. সরওয়ার হোসেন। কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) এএফএম আমির হোসাইন ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ। উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরীসহ চট্টগ্রামের লবণ শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শোক
পরবর্তী নিবন্ধহাটহাজারীর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল