হাটহাজারীর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে হাটহাজারীর মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১নং মধ্য মাদার্শা শাখার এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শার ইউনিয়নের আকবরিয়া স্কুল এন্ড কলেজ ভবনে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে হযরত আকবর শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন শাহ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, মোহাম্মদ শাখাওয়াত হোসেন সোহেল, জাহেদুল আলম, আল্লামা সেকান্দর আলী, আবুল বশর, আবু তাহের, মো. ইলিয়াছ, মাওলানা মো. ছায়েম, মাওলানা মনিরুল আমিন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, হেদায়তের অমিয় বার্তা নিয়ে ধরণীর বুকে আগমন করেছেন হযরত নবী করিম (সা.)। আল্লাহ তা’য়ালা তাকে সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত করেছেন। প্রিয় নবী (সা.)-এর মাধ্যমে আল্লাহ তা’য়ালা তার দীনকে পরিপূর্ণ করেছেন এবং সর্বকালের সব মানুষের জন্য তা একমাত্র প্রকৃত দীন হিসেবে গণ্য করেছেন। তাই প্রিয় নবী (সাঃ)- এর সব কাজ-কর্ম, কথা-বার্তা, আচরণ-আচরণ ও উপদেশ সমগ্র মানবজাতির জন্য অতুলনীয় ও অনুসরণীয় আদর্শ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআয়োডিনযুক্ত লবণ আইন বাস্তবায়নে শিল্প মালিকদের সহযোগিতা জরুরি
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রে এএমআইই কোর্সের উদ্বোধন